Recipe: Ilish Pulao

Recipe: Ilish Pulao

Recipe: Ilish Pulao

best-ilish-recipe

*ইলিশ পোলাও*

উপকরণঃ

  • ইলিশ মাছ – ৫ টুকরো
  • বাসমতী চালের ভাত – ২০০ গ্রাম
  • পেঁয়াজ বাটা – ৪ টেবিল চামচ
  • আদা বাটা – ১ টেবিল চামচ
  • রসুন বাটা – ১/২ চা চামচ
  • পাতি লেবুর রস – ১ টেবিল চামচ
  • তেজপাতা                        – ২ টি
  • দারচিনি – ৩ টুকরো
  • ছোট এলাচ -৪ টি
  • কাঁচা লঙ্কা – ৮- ১০ টি
  • শুকণো লঙ্কা গুঁড়ো – ১ চা চামচ
  • পেঁয়াজের বেরেসতা – ১/২ কাপ
  • টক দই – ১ কাপ
  • ঘি -২ টেবিল চামচ
  • চিনি – ১ চা চামচ
  • নুন – স্বাদ মতো
  • সর্ষের তেল – পরিমাণ মতো

 প্রণালীঃ

       ইলিশ মাছগুলি ধুয়ে নুন, হলুদ ও পাতি লেবুর রস মাখিয়ে নিন।

       কড়াইতে তেল গরম করুন।

       ইলিশ মাছ গুলি হাল্কা করে দু পিঠ ভেজে তুলে রাখুন।

       ঐ তেলেই তেজপাতা,দারচিনি ,ও ছোটো এলাচ ফোড়োণ দিন।

       এবার পেঁয়াজ বাটা, আদা বাটা ও রশুন বাটা দিয়ে ভালো করে ভাজুন।

       এতে টক দই, হলুদ, শুকনো লঙ্কা গুঁড়ো, চিনি ও নুন দিয়ে ভালো করে কষুন।

       এবার এই কষা মসলাতে ভাজা ইলিশ মাছ গুলো ও কাঁচা লঙ্কা দিয়ে দু মিনিট মতো রাখুন।

       মাছ গুলিতে মশলা ভালো করে মেখে গেলে, মাছ গুলি হাল্কা হাতে একটি পাত্রে তুলে রাখুন।

       এবার আঁচ কমিয়ে নিন ও তৈরি করে রাখা বাস্মতি চালের ভাত এই কষা মশলার কড়াতে দিন ও খুব হাল্কা হাতে ভাত ও কষা মশলা মিশিয়ে নিন।

       এর মধ্যে অর্ধেক বেরেস্তা মেশান।

       এবার কষে রাখা ইলিশ মাছ গুলি খুব হাল্কা হাতে ভাতের ওপর সাজিয়ে দিন ।

       ওপরে বাকি বেরেস্তা ছড়িয়ে দিন ও ঘি ছড়িয়ে মিনিট দুয়েক ঢাকা দিয়ে রাখুন।

       ২ মিনিট বাদে গ্যাস নিভিয়ে দিন।

       নামিয়ে নিয়ে গরম গরম পরিবেশন করুন ইলিশ পোলাও।

Recipe Courtesy- Star Jalsha Rannabanna

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *